ABOUT MARKET (PART ONE )
ABOUT MARKET
/ Daily use sentence/ প্রত্যেকদিনের ব্যবহারযোগ্য বাক্য
আমি বাজার যাচ্ছি- I am going to the market
আমার বাজারে কিছু কেনার আছে- I have to buy something from the market
আমার কলগেট কেনার প্রয়োজন আছে- I am looking for Colgate.
তুমি কি বলতে পারবে কোথায় চিনি পাওয়া যাবে? - could you tell me where can I get sugar?
তুমি কি আমায় কিছু শ্যাম্পু খুঁজতে সাহায্য করবে?-could you help me to find something?
আপনি কি টেনিস কল বিক্রি করেন?-do you sell tennis ball?
এটা কি আপনি বিক্রি করার জন্য রেখেছেন?-is this for sale?
এই বইটা কি আপনার কাছে পাওয়া যাবে ?- is this book available more in your shop?
এটার দাম কত ?-how much is it?
আমাকে ওটা দেখান তো - show me that.
ওই গুলির দাম কত?- how much are those?
এই টিভিতে দাম কত ??- how much is this TV?
এই জামাটা ছোট মাপ পাওয়া যাবে ?- can we get the smaller size of this dress?
এটা কি অন্যরকম হবে?- do you have this it another colour?
এই আপেল গুলি দাম কত ?- how much are these apples?
এই জলের বোতলটার দাম কত?- how much is this water bottle?
এটা হাফ কেজি দাম কত ?-how much is it for half kg?
এই সাইকেলটা কি পাঁচ হাজার টাকা দাম ?-is this cycle 5000rs?
এটা সেটা নয় যেটা আমি চাইছি।- it is not what I am looking for.
কিছু সস্তায় পাওয়া যাবে-do you have something less price?
আমি এই ধরনের জামা চাইছি -I want like this shirt.
আমার দোকানটা আসানসোল বাজারের মধ্যে-my shop is in the Asansol market.
Comments
Post a Comment