ABOUT FAMILY ( part one)
ABOUT FAMILY. (পরিবার সম্পর্কে)
আমি একক পরিবারে থাকি- I live in nuclear family/I belong to nuclear family.
সে একান্নবর্তী পরিবারে থাকে- I belong to joint family/I live in a joint family.
তার পরিবারের চারজন সদস্য আছে।- he has four members in his family.
তারা হল ঠাকুমা বাবা মা এবং আমি- they are grandmother parents and I.
আমার মামার বাড়ি গ্রামে- my maternal uncle house is in rural area.
আমরা শহরতলী তে থাকি- we live in the subarban.
আমার জেঠু মুম্বাই শহরে থাকে- my eldest uncle lives in Mumbai .
আমার দিদি কলকাতায় পড়াশোনা করতে গিয়েছে-my elder sister has gone to Kolkata for study.
তোমার বাবা কি করেন?-what is your father?/ what do your father do?
তোমার মা কি করেন? What is your mother?/what do your mother do?
তোমার বাবার নাম কি?-what is your father name?
তুমি কি কর?-what do you do?
তোমার ঠাকুরদা সম্বন্ধে বল- tell me about your grand pa.
তোমার বাড়িতে কি কেউ সরকারি চাকরি করে?-is there anyone in your family who is holding a govt job?
তোমার বাড়িতে কতগুলো রুম আছে? How many rooms are there in your house?
তোমাদের বাড়ীটা কত তল্লা?-how many floors does your house have?
তোমার পদবী কি?-what is your surname?
তোমার বাড়ির গোত্র কি? What is the lineage (gotra) of your house?
তোমার বাড়িতে ভাইদের মধ্যে সবচেয়ে ছোট কে? Who is the youngest among the brothers in your house?
তোমার বাড়িতে ভাইদের মধ্যে সবচেয়ে বড় কে? Who is the eldest among the brothers in your house?
তোমার বাড়িতে দিদিদের মধ্যে সবচেয়ে ছোট কে? Who is the youngest among the sisters in your house?
তোমার বাড়িতে দিদিদের মধ্যে সবচেয়ে বড় কে? Who is the eldest among the sisters in your house?
তোমার কতগুলো পিসি আছে? How many father's sisters do you have?
তোমার কতগুলো মাসি আছে? How many mother's sisters do you have?
পিসিদের মধ্যে বড় কে? Who is the eldest among father's sisters?
মাসিদের মধ্যে বড় কে? Who is the eldest among mother's sisters?
তোমার বাবাদের মধ্যে সবচেয়ে বড় কে?-who is eldest among your father's brothers?
পিসিদের মধ্যে তোমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসে?- who loves you most among your aunts/ father's sisters?
মাসিদের মধ্যে তোমাকে সব থেকে কে বেশি ভালোবাসে ?-who loves you most among your aunts mother's sisters?
কে তোমাকে পড়তে সাহায্য করে?- who helps you in your study?
তোমার বোন কোন ক্লাসে পড়ে?- in which class do your sister read?
তোমার বাড়ির সঠিক ঠিকানা দাও- give me your proper address
তোমার বাড়ির অভিভাবক কে?- who is the guardian in your home?
কে সবচেয়ে ভালো রান্না করে?- who cooks well in your home?
তুমি কি কার্টুন দেখতে পছন্দ করো?- do you like to watch cartoon?
কোন কার্টুনটা তুমি বেশি দেখো? Which cartoon do you watch most?
আমার মা স্টার জলসা চ্যানেলের একটা দর্শক- my mother is the viewer of Star jalsha channel.
আমার ঠাকুরমা টিভিতে পর্ব দেখেনা- my grand mom does not watch serial
তিনি শুধু ভজন করেন- she only whips hymn
তিনি আশি বছরের বৃদ্ধা- she is octogenarian(age 80-89)/ she is 80 years old.
আমার দাদু তিন বছর আগে মারা গেছেন- my grandpa had passed away three years ago.
Comments
Post a Comment