DAILY USE SENTENCE- ABOUT CLASS ROOM

                       DAILY USE SENTENCE

                                      About class room ( part 2)


কক্ষটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন - the classroom is neat and clean

সে অংকে দশে দশ পেয়েছে -he got 10 out of 10 in math

আকাশ বাবু অংক খুব ভালো বোঝান- Aakash teaches math smartly

রাম হয় ওনার প্রিয় ছাত্র- RAM is his favourite student

তারা প্রতিদিন দশটা বিদ্যালয়ে যায়- they go to school everyday at 10:00 a.m.

আমাদের বিদ্যালয় চারটে ছুটি হয়- our school ends at 4:00 p.m.

ডিউটি খুব ভালো ইংরেজি বলতে পারে- Beauty can speak English perfectly/beauty can speak English fluently

আমাদের প্রধান শিক্ষক মহাশয় ইংরেজি পড়ান- our head teacher teaches us English.

প্রীতি বিদ্যালয় আবৃত্তি করে শোনালো- Preeti was reciting a poem

আমি তোমাদের হাজিরা নিয়ে নিচ্ছি- I am going to take attendance

আজকে কে হাজিয়ে নিতে চাই?- who wants to take roll today?

যখনই আমি নাম ডাকবো বলবে হেয়ার বা উপস্থিত- please say here or present sir when I call your name

তোমার কি বাড়ির কাজ হয়ে গেছে?- have you all done your homework?

হ্যাঁ স্যার করে নিয়েছি- Yes sir we have all done

খাতাগুলো জমা নিব- had your homework /handover your homework

আমি খাতাগুলো দেখে নিচ্ছি- let me check the homework


বসে থাকো - stay seated 

এক এক করে এসো- come one by one

এক এক করে বল- speak one at a time

তুমি এখানে কি লিখেছ? - what have you written here?

একটু খারাপ লেখা আছে- it is a little Messy

পরিষ্কার লেখার চেষ্টা করো-  try writing neatly

আমি যখন ডাকব তখন আসবে- only come forward if I call your name

লাইন গঠন কর- form a queue

লাইনে দাঁড়াও- get in line 

তোমার দানের অপেক্ষা করো বা তোমার সময় অপেক্ষা করো -wait for your turn

ইংরেজি বইটা বের করো- take out your English book

তোমরা সবাই প্রত্যেকে বইয়ের ৬০ নম্বর পেজ বের কর- open your book at page 60

পেজ নাম্বার সত্তরে যাও - turn to page 70

স্নেহা তোমার খাতরা নিয়ে এসো - Sneha brings your notebook.


Page 2  

Next PTO.............

Comments

Popular Posts