Daily use sentence -- about class room

                    Daily use sentence 

                                About class room


স্যার আমার কিছু প্রশ্ন আছে।-sir I have some questions.
বল কি জানতে চাও?-tell me what do you want to know?
স্যার আমি এটা বুঝতে পারছি না-sir I don't understand this portion.
আচ্ছা বুঝিয়ে দিচ্ছি -okay let me clear you
তোমাদের মধ্যে কারো সমস্যা আছে?- has anyone had doubts?
হ্যাঁ স্যার একটু আছে।-yes sir I have a little
চলো পরিষ্কার করে বোঝাই-let me clear it out
আমার সাল মনে রাখতে কঠিন হয়--it is very hard to remember years
আমি সব গুলিয়ে ফেলি-I always jumble up / mess up all thing
আমার স্মৃতিশক্তি কম-I have low memory
তোমার স্মৃতিশক্তি বেশি আছে -you have good memory power
বল আমি তোমাকে এ বিষয়ে কিভাবে সাহায্য করতে পারি?-tell me how can I help you on this subject /matter?
 নিয়ম পালন করার চেষ্টা করো- try to obide / obey/ follow by the rules
 সময় আসার চেষ্টা কর -try to be on time
ভেবেচিন্তে কথা বলো- think before you speak
অতিথিদের সেবা করো- attend the guest
চেয়ার এনে দাও - have a chair please /bring the chair please
 এইখানে সই করুন- sign here/ keep sign here /do sign here
 আগুন নিভতে দিও না -keep the fire on
দয়া করে আমাকে সাহায্য করুন -please lend me a hand/
এই কবিতাটি মুখস্ত করে নাও- land is poem by heart /mug up this poem
 পড়ার সময় কথা বলো না।-don't talk while study
 এই অংকটি সমাধান খুব কঠিন -it is very hard to resulate this sum
আমি তার লেখা বুঝতে পারি না। -his handwriting is illigible to me
তার হাতের লেখা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন-his handwriting is very neat and clean.
             

                         PTO--_

Comments

Popular Posts