Daily use sentence/ about class room শ্রেণিকক্ষ সম্পর্কিত বাক্য (পার্ট 3)
DAILY USE SENTENCE
Part 3, শ্রেণিকক্ষ সম্পর্কিত বাক্য
এই চ্যাপ্টারটা রিভাইস কর -revise this chapter
চিৎকার না করে হাত উঠ াও -raise your hand please don't call out
ব্যাগটা সামনে রেখো না। -don't put the back at the front
বরং ব্যাগটা পাশে রাখো - rather put the back at the site
পেন্সিলের ছোলা গুলো মাটিতে ফেলো না। - don't throw pencil shavings on to the ground
পেন্সিলের মুখটা ভেঙ্গে গেছে। - the tip/ point of the pencil has broken
তোমার পেন্সিলের মুখটা ভোতা - your pencil point / tip is dull
এর মুখটা পাতলা কর -make its tip sharp
পেন্সিল টা ছুলে নাও - serpen in the pencil
শুনে বল -listen and repeat
আবোল তাবোল লেখা বন্ধ কর।- stop scribling
১০০ পর্যন্ত গুনো - count up to 100
পেন্সিল দিয়ে লেখ - right with pencil
আমি পেন দিয়ে লিখি না। I don't write with the pain
এটা লিখে নাও - write it down
এটা পুরো কপি করে নাও। -copy it down
এই প্রশ্ন ের উত্তর মুখস্থ কর -memorize this questions answer/ mug of this question answer
স্মৃতি মিস আমাদের ইংরেজি পড়ান -smriti mam teaches as English
বিদ্যালয়ে নোংরা জামা পড়ে যেতে নেই -we should not go to school with dirty school uniform
আমরা বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করব -we will observe Rabindra jayanti in our school
আমরা বিদ্যালয়ের গাছ লাগাব -we will plan trees in our school
বিদ্যালয বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়াই -school offers mid day meal facility
পাঁচের ঘরে নামটা বলো। -tell me / hear me table number 5
তুমি কোন শ্রেণীতে পড়ো?-in which class you study?
আমি পঞ্চম শ্রেণীর ছাত্র -I am the student of class 5/ I read inclass 5
তোমার কোন বিষয়ে পড়তে ভালো লাগে -which subject do you love to study?
তোমার শ্রেণীতে কতগুলো বই আছে? - how many books do you have to study in your class?
তোমার ইতিহাস বইয়ের কতগুলো অধ্যায় আছে- how many chapters do you have in your history book?
সুজিত স্যার আমাদের ইংলিশ পড়াবে - Sujit Sir will teach you English
আজ আমাদের চারটে পিরিয়ড আছে। -we have four periods today
আমাদের ১:৩০ মিনিটে টিফিন হয় - we have tiffin/ recess at 1:30 p.m.
আজ আমাদের শ্রেণী শিক্ষক আসবেন না- our class teacher will not come today
প্রত্যেকদিন অংক অভ্যাস কর- practice match regularly
শ্রেণীকক্ষে গল্প করবে না - don't gossip at class
তাকে জ্বালাচ্ছ কেন ? Why are you kidding / teasing him?
তাকে খোঁচা মেরো না - don't Jab him
আমি প্রত্যেকদিন স্কুলে যাই -I go to school everyday
আমি প্রত্যেকদিন স্কুলে যেতাম।-I used to go school
তুমি টিফিনে কি নিয়ে এসেছো?-what have you brought up in your tiffin?
তোমার স্কুলে কতগুলো বন্ধু আছে? -how many friends do you have in your school?
তোমার স্কুলে কতগুলো কক্ষ আছে? How many classes do you have in your school
আমার স্কুলে একটা বড় খেলার মাঠ আছে -there is a big playground in our school.
আমাদের স্কুলে মোট 40 টা শিক্ষক আছে। - there are more than 40 teachers in our school
Thank you
The end🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Comments
Post a Comment